UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জোড়াগেট পশুরহাট থেকে খোয়া যাওয়া লাখ টাকা  উদ্ধার :  গ্রেফতার ৩

koushikkln
জুলাই ৯, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জোড়াগেট পশুর হাট থেকে খোয়া যাওয়া এক বৃদ্ধের এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৯ জুলাই) সকাল আটটায় জোড়াগেট থেকে খোয়া যাওয়া নড়াইল থেকে আসা ৭০ বছরের বৃদ্ধ টুকু শেখের ১ লাখ টাকা খোয়া যায়। এর পাঁচ ঘন্টা পর দুপুর ০১ টায় নগরীর আড়াংঘাটা থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে৷ এ সময় দেলোয়ার ব্যাপারী (৫৫) ও নাসিমা বেগমকে গ্রেফতার করা হয়। এর আগে অপর আসামী অফসার উদ্দিনকে জোড়াগেট থেকে গ্রেফতার করে পুলিশ ও তার দেওয়া তথ্য মতো অভিযান পরিচালনা করে আড়ংঘাটা থানা থেকে উদ্ধার করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিটন শেখ অন্য ব্যাপাড়ীদের সাথে হাটে এসেছিলেন শুক্রবার সকালে। উদ্দেশ্য হাট থেকে বাছুর কেনা। আটটার দিকে তিনি ভৈরব নদীতে হাত মুখ ধুতে যান। এ সময় তিনি টাকাসহ কাপড়ের টোপলা পাশে রেখে হাতমুখ ধুচ্ছিলেন। তখন আসামী আফসার উদ্দিন (৭৪) তার সাথে কথা বলে তাকে অন্যমনস্ক করে তোলে। চর আসামী দেলোয়ার ব্যাপারী (৫৫) পোটলা নিয়ে পালায়ে আড়ংঘাটা বাড়ী চলে যান।

এ অবস্থায় লিটন শেখ(৭০) হাটে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আফসার উদ্দিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ শিকার করে। তার দেওয়া তথ্য মতে,  আড়ংঘাটা থানায় দেলোয়ার ব্যাপারীী ঘর থেকে টাকা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মামলা হচ্ছে।  এরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য।