UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে খুলনা নাগরিক সমাজের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

koushikkln
নভেম্বর ৬, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আকস্মিকভাবে অযৌক্তিক খামখেয়ালিপনাভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সংকট কারো অজানা নয়, অজ¯্র মানুষ কর্ম হারিয়ে বেকার। এমনিতেই সবরকমের দ্রব্যের ক্রমবর্ধমান আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা, তার উপর জ্বালানির এহেন ন্যাক্করজনক মূল্যবৃদ্ধি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলে দিচ্ছে। কারণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেলে উৎপাদন ও পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় প্রত্যেকটি পণ্যের মূল্য বৃদ্ধি পায়। উদ্ভূত পরিস্থিতিতে দ্রব্যমূল্য কোথা গিয়ে দাঁড়াবে, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের পরিবার-পরিজন নিয়ে জীবন-জীবিকার পরিস্থিতি কি হবেÑবলা মুসকিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, জনগণের সাথে জিদ্ করে এহেন আচরণ করা হচ্ছে। প্রয়োজন তীব্র আন্দোলন গড়ে তোলা, অন্যথায় এহেন মূল্যবৃদ্ধির কারণে মানবিক বিপর্যয় ঘটার সমূহ সম্ভাবনা বিদ্যমান। কি কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হলো সরকারের পক্ষ থেকে তার কোনো যৌক্তিক বা গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। যা বলা হচ্ছে, তা নিতান্তই হাস্যকর। প্রকৃতপক্ষে একটি বিশেষ চক্রের স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে এ গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অনতিবিলম্বে এ বর্ধিত মূল্য প্রত্যাহার এবং এর প্রতিবাদে সকলকে লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।