UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জয় পেয়েছে সূর্যমুখী, সান স্পোটিং ও বয়রা সবুজ সংঘ

koushikkln
অক্টোবর ১৩, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রæপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে সূর্যমুখি ক্রীড়া চক্র, সান স্পোটিং ক্লাব ও বয়রা সবুজ সংঘ।

দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করে সূর্যমুখি ক্রীড়া চক্র বনাম ইন্টার মিলান ক্লাব। খেলায় সূর্যমুখি ক্রীড়া চক্র ৫-১ গোলে ইন্টার মিলান ক্লাবকে পরাজিত করে। প্রথামার্ধে ৩ গোলে এগিয়ে যায় সূর্যমুখি। খেলার ৯ মিনিটের সময় ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় নাঈম, ১০ মিনিটের সময় ১৮নং জার্সি পরিহিত খেলোয়াড় কুরবান ও ১৩ মিনিটের সময় ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন গোল ৩টি করেন। বিরতীর পর ৪৯ মিনিটের সময় ইন্টার মিলানের ২৩নং জার্সি পরিহিত খেলোয়াড় স্বাধীন একটি গোল পরিশোধ করেন। খেলার শেষ মিনিটে সূর্যমুখির পক্ষে শেষ গোলটি করেন ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন। খেলায় রেফারী ছিলেন পারভেজ আলম, শহিদুল ইসলাম, সমীর মÐল ও পার্থ প্রতীম।

দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রেডসান ক্লাব ও সান স্পোটিং ক্লাব। খেলায় সান স্পোটিং ক্লাব ২-০ গোলে রেডসান ক্লাবকে পরাজিত করে। দলের পক্ষে জোড়া গোল করেন ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ। তিনি খেলার ৪ মিনিট ও ২৬ মিনিটের সময় গোল দু’টি করেন। খেলায় রেফারী ছিলেন পার্থ প্রতীম কুÐু, জাবেদ আক্তার, ওহিদুজ্জামান ও তৌকির আহমেদ।

বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচ বয়রা সবুজ সংঘ এবং ইয়ং আবাহনী ক্রীড়া চক্রের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় বয়রা সবুজ সংঘ ৩-০ গোলে ইয়ং আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলার ১৩ মিনিটের সময় বয়রা সবুজ সংঘের ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় জুবায়ের গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পিছিয়ে থেকে বিরতীতে যায় আবাহনী। বিরতী থেকে ফিরে আবারও আক্রমণ শুরু করে সবুজ সংঘ। ৪৩ মিনিটের সময় ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ গোল করে দলের স্কোর ২-০ করে। ৫৮ মিনিটের সময় ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় ইকরাম শেষ গোলটে করেন। খেলায় রেফারী ছিলেন মোক্তার হোসেন মিঠু, আলী আকবর, আজিবর রহমান ও ফয়সাল শেখ।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেএসপি মাঠে ২টি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে মুক্ত বাংলা সংস্থা ও নিউ একতা ক্লাব। বিকেল সোয়া ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিকেএসপি বনাম বিএফএফ একাদশ। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।