UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির ছয় রুটে বাস চলাচল শুরু

ঊষার আলো
নভেম্বর ৬, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : টানা দুইদিন পর বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষে ঝালকাঠি বরিশালসহ ছয়টি রুটেই বাস চলাচল শুরু হয়েছে।রোববার (৬ নভেম্বর) সকাল থেকে ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে বরিশালসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছেড়ে যেতে দেখা গেছে। এতে দুইদিন পর যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে।

ঝালকাঠি বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন আহম্মেদ জানান, মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে শুক্র ও শনিবার ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিলো। ধর্মঘট শেষ হওয়ায় সকাল থেকে এখন সব সড়কে বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

ঊষার আলো-এসএ