UsharAlo logo
শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

pial
মে ৩১, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : টাঙ্গাইলে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন এবং ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা ১১ টায় বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক রেখা রানী বালো।

আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্রের প্রযুক্তি গবেষণা এবং প্রশিক্ষণ নির্বাহী মো. জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফার আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সহ আরো অনেকে।

(ঊষার আলো-এসএইস)