UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা দিতে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

usharalodesk
অক্টোবর ১৮, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের পর এবার স্কুল ও কলেজে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ২৩ অক্টোবরের মধ্যে সকল শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে পাঠাতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে গতকাল রোববার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

তার আগে ১৫ অক্টোবর রাজধানীর শিক্ষার্থীদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

এতে বলা হয়েছে, টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ২৩ অক্টোবরের মধ্যে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার মেইলে পাঠাতে হবে। উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাগণ তা ২৫ অক্টোবরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে ও জেলা শিক্ষা কর্মকর্তাগণ ২৭ অক্টোবরের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠাবেন।

বিশ্ববিদ্যালয়ের পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে গত ১৪ অক্টোবর থেকে পরীক্ষামূলক টিকাদান শুরু করা হয়।

(ঊষার আলো-এফএসপি)