UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রি ৩০ মে পর্যন্ত স্থগিত

koushikkln
মে ১৫, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শেষ মুহূর্তে স্বল্প মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম স্থগিত করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সোমবার (১৬ মে) থেকে এ কার্যক্রম শুরু করা ছিল। রবিবার (১৫ মে) একদিন আগে হঠাৎ করেই এই কার্যক্রম স্থগিত করেছে সংস্থাটি।

রবিবার টিসিবি তথ্য কর্মকর্তা হুমায়ুন করিব সাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্পমূল্যে ট্রাকসেল কার্যক্রম ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত স্থগিত করা হলো। আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে এক কোটি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপণ্য পূর্ণ সাশ্রয়ী দামে পৌঁছানোর লক্ষে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা (উত্তর, দক্ষিণ) ও বরিশাল সিটি কর্পোরেশনের ফ্যামিলি কার্ড প্রয়ণন ও বিতরণ কার্যক্রম চলছে।

ফ্যামিলি কার্ড বিতরণ ও কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর থেকে শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পণ্যসামগ্রী বিক্রির কাজ চলবে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।