UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী গুরুত্বর আহত

ঊষার আলো
মে ২৪, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বরিশালে নিজেদের ভ্যানে করে যাওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় রওশন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া তার ভ্যানচালক স্বামী মান্নান সরদার গুরুত্বর আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টার দিকে আগৈলঝাড়া উপজেলার পূর্ব সূজনকাঠী এলাকায় বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর তার স্বামীও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ঘটনাস্থল পরিদর্শনের সময় আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, নিহত রওশন ও তার স্বামী তাদের নিজেদের ভ্যানে করে ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাচ্ছিলেন।

পথে একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রওশন বেগমের মৃত্যু হয় এবং তার স্বামী গুরুত্বর আহত হন।আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যান চালক মান্নান সরদারও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঊষার আলো-এসএ