UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

usharalodesk
জুন ১৬, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ছয় হাজার ৫১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৮ ও ২১৮৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৭৭ কোটি টাকার লেনদেন বৃদ্ধি পায়। আগের দিন ডিএসইতে ২  হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বুধবার ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৪১ পয়েন্টে। এদিন সিএসইতে ৭৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কমেছে। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৯০ কোটি ৬৬ লাখ টাকার।

(ঊষার আলো-এফএসপি)