খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)র ডিবি পুলিশের অভিয়ানে বাগেরহাট জেলার রামপাল থানার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং খুলনা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য রুসাদ হোসেন অনিক (২৯) গ্রেফতার হয়েছেন। রোববার দিনগত রাত সাড়ে ১২টায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ি জিয়া হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় নগীরর জিয়া হলের সামনে থেকে বাগেরহাট জেলার রামপাল থানার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং খুলনা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য রুসাদ হোসেন অনিক গ্রেফতার করা হয়। অনিক নগরীর নির্জন আবাসিক-১ জনৈত মেহেদীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসাবস করতো। সে বাগেরহাট জেলা রামপাল থানাধীন সুফলতলা গ্রামের বাসিন্দা মোজাফফর হোসেনের পুত্র। ডিবি পুলিশ জানায়, অনিকের বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-১৯, তারিখ-১২/১২/২০২৪ খ্রিঃ এর সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঊআ-বিএস