UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিবির অভিযানে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার- ৯

usharalodesk
মার্চ ১০, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক :  খুলনা সদর থানাধীন আরজান আলী লেন এলাকায় অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকাসহ নয় জুয়াড়িকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১০ মার্চ) কেএমপি সূত্র জানায়, মঙ্গলবার আরজান আলী লেনস্থ সিদ্দিকুর রহমানের বাড়ীর নিচ তলার দুই রুমের ভিতর থেকে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় এদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে আট সেট তাস ও নগদ ১৪ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টুটপাড়া সরকার পাড়ার মৃত লোকমান হাকিমের পুত্র মীর দুলাল হাকিম(৫৫), খালিশপুর ক্রিসেন্ট লালগেট এলাকার মৃত তবিবুর রহমানের পুত্র সাকিল আহম্মেদ(২৫), রূপসা যুগীহাটি পশ্চিম পাড়া এলাকার মৃত শেখ নুরুল হকের পুত্র শেখ শাহাজাহান(৪৫), সোনাডাঙ্গা ডাক্তারপাড়া এলাকার মৃত হারুন শিকদারের পুত্র জিয়া শিকদার(৪৪), ডুমুরিয়া শাহাপুর এলাকার মৃত মোকসেদ আলী সরদারের পুত্র এসএম খোরশেদ আলী(৬২), রূপসা বেলায়েত হোসেন সড়কের মৃত মোসলেম শিকদারের পুত্র শরিফ শিকদার(২৮),  ডুমুরিয়া সাহস সরদার পাড়া এলাকার মৃত আ: লতিফ সরদারের পুত্র মুজিবুর রহমান(৪৯), সোনাডাঙ্গা নিরালা আবাসিক এলাকার মৃত আলতাফ হোসেনের পুত্র রেজাউল করিম(৫৩), এবং দোলখোলা এলাকার করিম হাজরার পুত্র শুকুর আলী(৫৮)। এঘটনায় গ্রেফতার জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)