UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিবির অভিযানে সরঞ্জাম ও টাকাসহ ১২ জুয়াড়ী গ্রেফতার

usharalodesk
মার্চ ২১, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: দৌলতপুরে খুলনা নগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার(২১ মার্চ ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ জুয়াড়ী গ্রেফতার করা হয়েছে। দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া রেল লাইন সংলগ্ন পূর্বপাশের রুবেলের টিনসেড ঘরে এঅভিযান পরিচালিত হয়। এসময় এদের কাছ থেকে ৮ সেট তাস, ২টি টিনের বাক্স, ৪টি সিমেন্টের খোলা ব্যাগ ও নগত ১০ হাজার ৬শ  ১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মহেশ্বরপাশা মাইল পোষ্ট এলাকার সোবাহান গাজীর পুত্র আলামিন গাজী(২২), দৌলতপুর পশ্চিম সেনপাড়া এলাকার আব্দুল হাই শিয়ালীর পুত্র আনোয়ার শিয়ালী(২২), আড়ংঘাটা গাইকুড় এলাকার মৃত মনির লস্করের পুত্র খোকন লস্কর(৫২), দৌলতপুর পূর্ব সেনপাড়া এলাকার মৃত মজিবর হোসেনের পুত্র মোঃ কামরুল হোসেন(৪৪), মহেশ্বরপাশা এলাকার মৃত নূর ইসলাম মোল্লার পুত্র আব্দুল কুদ্দুস মোল্লা(৫১), দৌলতপুর পশ্চিম সেনপাড়া আব্দুল হাই শিয়ালীর পুত্র মোঃ আকরাম হোসেন(৩৫), খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের মৃত: আমির আলী শেখের পুত্র মোঃ আব্দুস সবুর শেখ(৪৫), পশ্চিম সেনপাড়া গ্রামের ইউসুফ সরদারের পুত্র আব্দুর রহমান(৪৩), দামোদর সিকপাশা গ্রামের মৃত: সেকমতুল্লাহ শেখের পুত্র ইদ্রিস শেখ(৪০), একই গ্রামের মৃত: আফাজ উদ্দিন মিনার পুত্র মোঃ ইসলাম মিনা(৪৮), গাবতলা ষ্ট্যান্ড গেট এলাকার মৃত সরোয়ার বিশ্বাসের পুত্র বাবুল বিশ্বাস(৫০) এবং দৌলতপুর পশ্চিম সেনপাড়া মৃত: চাঁন মিয়ার পুত্র মোঃ শহিদুল ইসলাম(৪১)। দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া রেল লাইন সংলগ্ন পূর্বপাশের রুবেলের টিনসেড ঘরের ভিতর মেঝের উপর হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)