উষার আলো ডেস্ক : বাংলাদেশী আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সম্মেলন কমিটি গঠন, সংগঠনের গতিশীল বৃদ্ধি, জামাত বিএনপি’র নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকার আহবানে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের এক বিশেষ বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে ও এ্যাড: আশরাফুল আলম রাজু ও শেখ ইকবাল হোসেনের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে যে সকল অপশক্তি নৈরাজ্যের সৃষ্টি করবে, তাদের সকল কর্মকান্ডকে অতিতের ন্যায় যুবলীগ রাজপথে থেকে দাঁতভাঙ্গা জবাব দিবে। এছাড়া আওয়ামী যুবলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে তরাণি¦ত কারার লক্ষ্যে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবে।
অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, মোল্যা সোহেল রানা। আরো বক্তব্য দেন, অরিন্দম মল্লিক, অভিজিৎ কুন্ডু টুটুল, মাহমুদ খান, মেহেদী মাসুদ, বিকাশ মন্ডল, আরজান সানা, আবু দাউদ মোড়ল, বিশ্বনাথ দে, রাজিউল বারী সৈকত, ব্রজেন সরকার, প্রসূন বিশ্বাস পম্পি, আব্দুল হালিম সরদার ও তুষার কান্তি মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক এম এম সুলতান আহমেদ প্রমুখ।