UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা

usharalodesk
জুন ২২, ২০২১ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ঢাকা থেকে কোনো যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হবে না বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় রেলমন্ত্রী নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২২ জুন রাত ১২টা থেকে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে। দেশের উত্তরাঞ্চলে কোনো ট্রেনই চলবে না। সিলেট ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ থাকবে। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করা হয়। মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত ওই ৭ জেলায় এ লকডাউন কার্যকর হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি বিস্তাররোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ১ মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধ কার্যকর করা হয়।
(ঊষার আলো-এমএনএস)