UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় টিসিবির পণ্য বিক্রি আজ, বাইরে ১৫ মার্চ শুরু

koushikkln
মার্চ ৬, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রবিবার (০৬ মার্চ) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। প্রথমে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এবারের বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন চলবে। এর পর দুই দিন বিরতি দিয়ে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আবারও এসব পণ্য বিক্রি করা হবে।

ঢাকার বাইরে অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির বিক্রয় কার্যক্রম ১৫ মার্চ শুরু হবে। আসন্ন রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে দুবার করে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

এবার একজন ভোক্তা দুই কেজি পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে, দুই কেজি চিনি ৫৫ টাকা কেজি করে, দুই লিটার তেল ২২০ টাকা দরে এবং এক কেজি মশুর ডাল ৬০ টাকা দরে কিনতে পারবেন।