যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে খুলনা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি ১৭ মে (শনিবার) নগরীর সার্কিট হাউজ ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সকল থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মিদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহবান জানান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, ইকবাল হোসেন খোকন, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আলমগীর হোসেন আলম, শামীম খান, আলমগীর ব্যাপারী, লিটু পাটোয়ারী, সুলতান মাহমুদ সুমন, এ আর রহমান, রাজিবুল আলম বাপ্পি, মাহমুদ হাসান মুন্না, সেলিম বড় মিয়া, আলমগীর হোসেন, কামাল হোসেন, সজল আকন নাসির, রুহুল আমিন রাসেল, সাইফুল ইসলাম সাদী, জুয়েল রহমান, আনোয়ার হোসেন, হাসমত হোসেন, সাজ্জাদ হোসেন, এনামুল হোসেন, মো. রাজু প্রমুখ।