UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি নগর যুবলীগের 

koushikkln
আগস্ট ২১, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবীতে প্রতিবাদ সভা ও দোয়ার আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহরমান পলাশের সভাপতিত্বে ও সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

আরো উপস্থিত ছিলেন, নগর যুবলীগের সদস্য রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মিশউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামনু মিলন, রিপন কবীর, মসিউর রহমানম, অভিজিৎ পাল, রফিকুল ইসলাম রফিক, আরিফুর ইসলাম আরিফ, এজাজ আহম্মেদ, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, কাঞ্চন শিকদার, রিয়াজ মাহমুদ চৌধুরী, জামাল শেখ, অলক শীল, লাবু আহমেদ, আনিসুর রহমান, ইকবাল হোসেন, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত, মোঃ ইউসুফ মোল্লা, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, মাহদুল হাসান শাওন, জহির আব্বাস, ইমতিয়াজ রিপন, ইয়াসিন আরাফাত, হিরন হাওলাদার, মাহামুদুর রহমান রাজেস, বায়জিদ সিনহা, রফিকুল ইসলাম রফিক, নিশাত ফেরদাউস অনি, প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে ২১ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরনে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ শেখ আবু নাসেরসহ ১৫ আগষ্ট নিহত  সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।