UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় মৎস্য দপ্তরের আয়োজনে উপকরণ ও পিকআপ ভ্যান প্রদান

usharalodesk
মে ২৯, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : তালায় ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ এর আওতায় আরডি ও সিবিজি চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ সহ পিকআপ প্রদান করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে, এ উপলক্ষে শুক্রবার (২৯ মে) সকালে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯টি প্রদর্শনী চাষির মাঝে উপকরন বিতরন করেন, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা, মো. মশিউর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী পরিচালক (খুলনা বিভাগ) রাজ কুমার বিশ্বাস, উপ-প্রকল্প পরিচালক, লুকাস সরকার ও চিংড়ি চাষ প্রদর্শনী খামারের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সিআইজি সদস্য ও লিফবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একইসাথে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনটিপি-২) এর আওতায় কাপাসডাঙ্গা সিআইজি মৎস্য সমবায় সমিতির মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ (এআইএফ-২) এর আওতায় পিকআপ ভ্যান প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হাবিবুর রহমান উপকারভোগী সমিতির নেতৃবৃন্দের কাছে পিকআপ ভ্যানের চাবি তুলেদেন। পরে তিনি তালা উপজেলার সকল ইউনিয়ন প্রতিনিধি লিফদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কার্প নার্সারী প্রদর্শনী খামার পরিদর্শন করেন।

(ঊষার আলো-এমএনএস)