রেকর্ড ৮.৭ ডিগ্রী
ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতে কাঁপছে সর্ব দক্ষিনের কলাপাড়ার জনজীবন। রবিবার সকাল নয়টায় জেলার কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন ৮.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। বিগত ৫ বছরের মধ্যে কলাপাড়ায় আজ সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয়দের।
হাড় কাঁপানো ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবি মানুষ। দুর্ভোগে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে ১০ ডিগ্রীর নিচে তাপমাত্রা নামার পরও খোলা রাখা হয়েছে উপজেলার বিভিন্ন বিদ্যালয়। তবে উপজেলা শিক্ষা অফিস থেকে ম্যাসেজ পেয়ে তাৎক্ষণিক পাঠদান স্থগিত করেন অনেক বিদ্যালয় প্রধান। ওই সময় অনেক বিদ্যালয়েই শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ চলছিল। এর সত্যতা শিকার করেছেন কলাপাড়া পৌরশহরের রহমতপুর কেজিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ্ সুজা। জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।