ফুলবাড়ীগেট প্রতিনিধি : বাংলাদেশ তৃণমূল পার্টির এক জরুরী সভা গতকাল সকালে সংগঠনের প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার এর উপস্থিতিতে সভায় অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এম গোলাম কিবরিয়াকে কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্রের নিয়ম বহির্ভূত কর্মকা-ের অভিযোগ পাওয়ায় তাকে উক্ত পদ (যুগ্মসচিব) থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই সাথে তাকে দলের সমস্ত কর্মকা- থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আঃ রশিদ শেখ, খুলনা মহানগর তৃণমূল পার্টির সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।