ফুলবাড়ীগেট প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ তৃনমূল পার্টির পক্ষ থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ৩ শতাধিক মানুষের মাঝে অন্ন,বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ তৃনমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরন করেন।
দলের চেয়ারপার্সন এর মহেশ^রপাশা খানবাড়ি সংলগ্ন বাসভবনে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আহবায়ক কমিটির (আহবায়ক) আঃ মান্নান পাটোয়ারী ।বক্তৃতা করেন বাংলাদেশ তৃনমূল পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, আঃ রশিদ খান, খুলনা মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, শেখ শাহীন, যুগ্ম আহবায়ক মোঃ নান্নু খান, মোঃ সেলিম সিকদার অভিনেতা সুমন আহম্মেদ বাবু, মহিলা সম্পাদিকা শিরিনা আক্তার, লিমা খাতুন,সেফালি বেগম ও সমন্বয় কমিটির সদস্য আঃ রহমান মল্লিক, মোঃ নয়ন ইসলাম, মোঃ কালাম মোল্লা, মোঃ কামরুজ্জামান, মোঃ রিয়াজ আহমেদ, মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তূনমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ইতিপূর্বে পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহাতে সংগঠনটির পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে । জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে ইতিবাচক এই মানবিক কার্যক্রম তৃনমূল পার্টির পক্ষ থেকে অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।