UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় আইন-শৃঙ্খলা মাসিক সমন্বয় সভা

তেরখাদা প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদায় আইন-শৃঙ্খলা মাসিক সভা ও সমন্বয় সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল এগারোটার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-০৪ আসনের এমপি আব্দুল সালাম মূর্শেদী ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, আবাসিক মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস মীম, এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক,অ্যাকাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, অধ্যক্ষ মিজানুর রহমান, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, আজগরা ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।