UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ০১ জন

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা হতে  অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

র‌্যাব-৬, সদর কোম্পানি খুলনার একটি দল খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ডিউটি করাকালীন তেরখাদা উপজেলার সামনে অবস্থানকালে জানতে পারে যে, খুলনা জেলার তেরখাদা থানাধীন পূর্ব কাটেংগা গ্রামস্থ কাটেংগা বাজার-তেরখাদা মডেল নতুন বাসস্ট্যান্ডগামী রোডস্থ একটি গোডাউনের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

সংবাদ পেয়ে দলটি তাৎক্ষনিক উক্তস্থানে অভিযান পরিচালনা করে। এ সময় নড়াইলের কালিয়া থানার বড়নাল গ্রামের সোনামিয়া শেখ এর ছেলে সজীব শেখ কে আটক করে এবং তার হেফাজত থেকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপগান , যার সাথে কক হ্যান্ডেল ও বাট সংযুক্ত এবং ৪ রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে ও আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।