UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় আবু হুরায়রা (রা:) তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্বোধন

usharalodesk
এপ্রিল ৫, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদার বারাসাত ইউনিয়নের হাড়িখালি মান্দারতলা জামে মসজিদ সংলগ্ন হযরত আবু হুরায়রা (রা:) তাহফিজুল কুরআন মাদ্রাসা উদ্বোধন হয়েছে।

জানা যায়, বুধবার (৫ এপ্রিল) এগারোটার সময় হাড়িখালি মান্দারতলা জামে মসজিদে মোহাম্মদ আলী মোল্লার সভাপতিত্বে মাওলানা মফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উক্ত মাদ্রাসার উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক তেরখাদা উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী।

বিশেষ বক্তা ছিলেন মুক্তি কামাল উদ্দিনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।