UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় আলোচনা সভা ও দোয়া সহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

তেরখাদা প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, স্কুল,কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, রচনা, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া এবং রান্না করা খাবার বিতরণ হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে  সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা,দোয়া পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,সহকারী কমিশনার ভূমি সুমাইয়া সুলতানা এ্যানি ,উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কপিল দেব বসাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন, এলজিডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। মুক্তিযোদ্ধা সংসদ: মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন মোল্লা, শেখ হুমায়ুন কবির খোকা, আলী মিয়া সেখ সহ সকল পর্যায়ের মুক্ত যোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নানা কর্মসূচিপালিত হয়।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন: উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ উপজেলা সদরে চিত্রা মহিলা কলেজে আলোচনা সভা, দোয়া ও রান্না করা খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কালু, রকিবুল রহমান,খাইরুল ইসলাম, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, পাপিয়া সরোয়ার শিউলি।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াব আলী টিপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলী শেখ, আব্দুস শুকুর আলী, বদরুল আলম বাদশাহ, শেখ রাজামিয়া, মোল্লা জিয়াউর রহমান, শেখ তবিবুর রহমান, কামাল কাজী, এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, মাওঃ আব্দুর রাজ্জাক রাজা,শওকত মোল্লা, আব্বাস মোল্লা,আরিফুজ্জামান অরুণ, যুবলীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হীরাঙ্গীর,কৃষক লীগের সভাপতি এস এম নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান , হাবিবুর রহমান পান্নু ,শ্রমিকলীগের জিল্লুর সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু ,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোঃ আনিচুল হক,সদস্য সচিব খান ফরহাদুজ্জামান সুমন, ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ,মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা সুমি, সাধারণ সম্পাদক তাহিরা নয়ন সহ জেলা ,উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে এদিন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে তেরখাদার ছয়টি ইউনিয়নের (৫৪ টি ওয়ার্ড) আলোচনা সভা, দোয়া রান্না করা খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।