তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের পশ্চিম কাটেঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় পশ্চিম কাটেঙ্গা এলাকার ইউনুস মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩৬) ও এসকেন্দার মোল্লার ছেলে আশিক মোল্লা (২৪)উভয় পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় তৈরি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে একজন গুরুতর যখম সহ বেশ কয়েকজন আহত হয়।
তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার বর্তমান পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং একজন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।