UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় চিত্রা মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ঊষার আলো
মার্চ ২২, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা সদর চিত্রা মহিলা কলেজের নবীনবরণ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

চিত্রা মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে বুধবার (২২ মার্চ) এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন খুলনা-৪ আসনের এমপি কন্যা অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম মফিজুর রহমান, অধ্যাপক যথাক্রমে দিলীপ কুমার অধিকারী, অশোক কুমার বাইন, বিষ্নু পদ বিশ্বাস, কে এম আলী এহসান, অলোকেশ মন্ডল, দেবাশীষ বিশ্বাস, প্রশান্ত কুমার বাছাড়, জায়নব, চৌধুরী ফখরুল ইসলাম বুলুসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।