UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

তেরখাদা প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

“মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ দিবসটি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ,পুরস্কার বিতরণ সহ নানা আয়োজনে পালিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন উদযাপন কমিটির আয়োজনে  মঙ্গলবার (২৫ জুলাই) সকাল দশটার সময় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান আকন্দ, থানা পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মোঃ কায়নাত হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবী বৃন্দ।