UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক সুইচগেট খালাসীর বিরুদ্ধে নানা অভিযোগ

koushikkln
জুলাই ২১, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার হাড়িখালি এলাকায় সুইচগেটের সাবেক খালাসী সালাউদ্দিন শেখকে অপসারণের দাবিতে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড-০১ খুলনা নির্বাহী প্রকৌশল বরাবর অভিযোগ পত্র দিয়েছেন। হাড়িখালি এলাকার শাহাবুদ্দিনের ছেলে মোঃ ইছাবুর শেখ স্বাক্ষরসহ মোট ছয় জনের স্বাক্ষরিত অভিযোগ পত্র মোতাবেক জানা যায়, হাড়িখালি এলাকায় মৃত শফিউদ্দিন শেখের ছেলে মোঃ সালাউদ্দিন শেখ পানি উন্নয়ন বোর্ডের অধীনে হাড়িখালি এলাকায় সুইচগেটের খালাসীর দায়িত্বে কর্মরত ছিলেন। কিন্তু তিনি বিগত ছয় বছর পূর্বে চাকুরী থেকে অবসর গ্রহণ করলেও সুইচগেটের গার্ড সেটে পরিবারের সদস্যদের নিয়ে অদ্যবদি পর্যন্ত বসবাস করে আসছেন। এছাড়াও তিনি সরকারি জায়গা দখল অন্যের কাছে আর্থিক সুবিধা নিয়ে জমি লিজ দেওয়া, বিভিন্ন প্রকার বনজ বৃক্ষ বিক্রি করে ব্যক্তিগতভাবে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে এলাকার কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। দরখাস্ত কারীগণ উক্ত সালাউদ্দিনকে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অপসারণসহ পানি উন্নয়ন বোর্ডের জায়গা উদ্ধারের দাবি জানিয়ে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন। এ বিষয়ে উক্ত অভিযোগ কারীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী মোঃ ফরিদুল ইসলাম সাথে যোগাযোগ হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে এখনো আমার জানা নেই, উক্ত সালাউদ্দিন এল পি আরে রয়েছেন এবং বেতন-ভাতা ভোগ করছেন।