UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

koushikkln
নভেম্বর ২১, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় তেরখাদার আয়োজনে ব্রাকের সহযোগিতায় সোমবার (২১ নভেম্বর) সকাল দশটার সময় উপজেলা পরিষদের হলরুমে সভা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনে শাস্তি যোগ্য অপরাধ” ফলে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ও এলাকার সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম,তেরখাদা থানা এস আই অনুপ কুমার,রনি মোল্লা সহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।