UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

ঊষার আলো
মার্চ ১৬, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : সারা বাংলাদেশে (৫৬৪)টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল এগারোটার সময় তেরখাদায় নব নির্মিত মডেল মসজিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এল এ শাখার আতিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,বদরুল আলম বাদশা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার মোঃ মহসিন আলী, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী, মডেল মসজিদের ইমাম মো তোরাব আলী সহ উপজেলার সকল পর্যায়ের ধর্মপ্রাণ ইমাম ও মুসল্লিগণ।