UsharAlo logo
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের সাচিয়াদাহ বাজারে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান বিপিএম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলমের নির্দেশনায় তেরখাদা পাতলা পুলিশ ক্যাম্পের আইন-শৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে সাচিয়াদাহ বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে রূপসা উপজেলার সেনের বাজার আইচগাতী এলাকার মফিজুল শেখের ছেলে মাদক বিক্রেতা মোঃ শামীম শেখ(৩৫) ও একই এলাকার রাজ্জাক গাজীর ছেলে হাসান গাজী(৩০) কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন, মাদকের বিষয়ে সরকার নির্দেশিত জিরো টলারেন্স নীতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে এবং একটি মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।