UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার আটলিয়ায় জমি বিরোধের সংঘর্ষে মহিলাসহ আহত তিন

ঊষার আলো
মার্চ ২০, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের আটলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ তিনজন আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে আটলিয়া এলাকার মুকিত শেখের ছেলে সাবেক মেম্বার তারকিস শেখের(৪৫)এর সাথে জমি জমা নিয়ে প্রতিপক্ষ আনিস চৌহদ্দির স্ত্রী সায়লা বেগমের (৪০) সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শায়লা বেগমকে দোকানে থাকা তক্তা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ তারকিস(সাবেক মেম্বার)ও তার লোকজন।

আহত সায়লা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

অপরদিকে জানা যায় তারকিস(সাবেক মেম্বর) ও তার চাচাতো ভাই সেলিম শেখ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।