UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদার আদালতপুরে পরকীয়া সম্পর্কে জেরে দুই পক্ষের সংঘর্ষ

koushikkln
আগস্ট ৮, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গত রবিবার (০৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে নয়টার সময় তেরখাদা উপজেলার আদালতপুর রুহুল ফকিরের নাতি মোঃ সুজন (১৫) ও সিহাব ফকিরের স্ত্রী দুই সন্তানের জননী ডলি বেগমের মধ্য দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা সুখে ঘর বাঁধার আশায় অজানার উদ্দেশ্যে বাড়ি জমিয়েছিলেন। সন্তান দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের আপোষ-মীমাংসার মাধ্যমে দুই সন্তানের জননী ডলি বেগমকে নিয়ে পুনরায় তার স্বামী ঘর সংসার করতে থাকেন। কিন্তু গত রবিবার দিবাগত রাত সাড়ে নয়টার সময় উক্ত ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে করে উভয়পক্ষের তিনজন আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ঘটনা কে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।