UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদার কুশলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

koushikkln
নভেম্বর ২৭, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার সাগলাদাহ ইউনিয়নের কুশলা দক্ষিণপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের দুজনের মধ্য সংঘর্ষ হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২৭নভেম্বর) বিকাল পাঁচটার সময় কুশলা দক্ষিণপাড়া এলাকায় মৃত নওয়াব খানের ছেলে বাবলু খান (৫০) ও ছাত্তার শেখের ছেলে মুরাদ শেখ(৫০) উভয়ের কৃষি জমি পাশাপাশি আইল হওয়ায জমির আইল বেশি কাটা কে কেন্দ্র করে কথা কাটাকাটি একপর্যায়ে দুজনের সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুজনেই আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী ও স্বজনদের সহায়তায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করা হয়।
তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।