UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার সাচিয়াদাহে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

koushikkln
জুলাই ৩০, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের উত্তর কামারোল গ্রামে (৭৭) বছর বয়সী বৃদ্ধা মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় তেরখাদার সাচিয়াদাহ ইউনিয়নে উত্তর কামারোল গ্রামের মৃত নারায়ণ চন্দ্র মন্ডল এর স্ত্রী শান্তীলতা মন্ডল (৭৭) দীর্ঘদিন যাবত শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন। গত শুক্রবার দিবাগত রাত্রে খাবার খেয়ে নিজ বসতবাড়ির দোতলা ঘরে ঘুমাতে যান। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য পরিবারের স্বজনরা ডাকতে গেলে তাকে নিজ শয়নকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসার উদ্দেশ্যে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও এলাকাবাসীর ধারণা মতে রাতে খাবার খাওয়ার পরে যে কোন সময় তিনি বিষ পান করেছেন।

এ বিষয়ে তেরখাদা থানা পরিদর্শক তদন্ত দেবাশীষ দাস বলেন লাশ পোস্টমর্টেম শেষে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।