তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল এগারোটার সময় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম ম‚র্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ইব্রাহিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম, এলজিইডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক,একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,মোঃ বদরুল আলম বাদশা,সহকারী প্রোগ্রামার লিডম পল বালা,সিএ মোঃ রিয়াজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। পরে উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।