তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, জনগণের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত এর লক্ষ্যে শেখ হাসিনা সরকারের আমলে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতে অভ‚তপ‚র্ব উন্নয়ন হয়েছে। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতা ও সাহসিকতার সহিত অত্যন্ত সফলতার সাথে (কোভিড-১৯) মোকাবেলা করেছেন।এছাড়া ও সারা দেশের ন্যায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের অ্যাম্বুলেন্স, ৫০-শয্যায় উন্নীতকরণ,নতুন ডাক্তার ও নার্সদের নিয়োগ, আধুনিক অপারেশন থিয়েটার, রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা বিভিন্ন বিভাগ চালু, আধুনিক যন্ত্রপাতির সরবরাহ সহ জনগণের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত্তের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং তার পাশাপাশি সরকার অনুমোদিত বিপুল পরিমাণ বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার জনগণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে বিশেষ ভ‚মিকা রেখেছে|
মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকাল চারটার সময় তেরখাদা আশার আলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন।