তেরখাদা প্রতিনিধি: তেরখাদা কেন্দ্র ঘোষিত বিএনপির আগামী খুলনা বিভাগীয় গণ সমাবেশ সকলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনের বৃহস্পতিবার (২০ অক্টোবর)বিকাল চারটার উপজেলা বিএনপি’র সভাপতি চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এফ এম হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক আমির এজাজ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুল আলম নান্নু,মোল্যা মাহবুবুর রহমান,আজিজুর রহমান গাউস,সরদার আব্দুল মান্নান, এস কে নাসির আহমেদ, আবুল বাশার, ইউসুফ শেখ, মোঃ জাহিদুল ইসলাম,মিল্টন মুন্সী, সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, চৌধুরী আছাবুর রহমান, আমিনুল ইসলাম,জামাল বিশ্বাস, পলাশ মেম্বার, গোলাম মোস্তফা,জাহাঙ্গীর চৌহদ্দি, মোঃ মনজুর, আহাদ,এস্কেন্দার সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।