UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদায় এমপি সালাম মূর্শেদীর শীতবস্ত্র বিতরণ

koushikkln
জানুয়ারি ৩০, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিতরণকৃত শীতবস্ত্র উষ্ণতা ছড়াচ্ছে খুলনা জেলার তেরখাদা উপজেলায়। ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৩০ জানুয়ারি) তেরখাদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সালাম মূর্শেদী কওমি মাদ্রাসা, পূজা উদযাপন পরিষদ, লঞ্চ ডুবিতে পরিবার হারা মীম, সাংবাদিক, দলিত সম্প্রদায়, মালো সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আব্দুস সালাম মূর্শেদী এমপি শীতবস্ত্র বিতরণকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরোচিত ভূমিকা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী, নিজস্ব ভূমি-বাসস্থান করে দিয়ে জীবিত সকল মুক্তিযোদ্ধাদের সাবলম্বী করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, স্থানীয় সংসদ সদস্যের সমন্বয়ক যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা এসএম হাবিব, শেখ তবিবুর রহমান ও বাসিতুল হাবিব প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মোল্লা, সালাম মূর্শেদী সেবাসংঘের টিম লিডার শামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত, দলিত সম্প্রদায়ের নেতা অজয় কুমার, ছাত্রলীগ নেতা ইমন প্রমূখ।