UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় কৃষি কর্মকান্ড পরিদর্শনে অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার

koushikkln
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস ও উপজেলার বিভিন্ন কৃষি কার্যক্রম সরজমিনের পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন অনুবিভাগের কৃষি মন্ত্রণালয় সচিব পদে আদেশ প্রাপ্ত ওয়াহিদা আক্তার।

শনিবার(২৪ ডিসেম্বর)সকাল এগারোটায় সময় উপজেলা কৃষি অফিস, মোসুনদিয়া ব্রিজ সংলগ্ন ভাঙ্গন এলাকা, ভূতিয়ার বিল ও বিলে চাষ করা ভাসমান সবজি বেড ইত্যাদি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন শেখ হাসিনার সরকার জনগণের সরকার, আর জনগণের কল্যাণ তথা কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে সরকার সর্বদা কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার, কীটনাশক বিভিন্ন প্রকার কৃষি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি প্রদান, সহজ সরল শর্তে কৃষি ঋণ সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে সরকার রূপ নিয়েছে কৃষিবান্ধব সরকার হিসেবে। এ সময় তিনি কৃষি ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা সহ সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপ-পরিচালক (ডিএই-খুলনা) মোঃ হাফিজুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেন, বিএডিসি যুগ্নু পরিচালক মোঃ লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক,ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, জুবায়ের মেম্বার সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।