তেরখাদা প্রতিনিধি: “অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা”(৩১ তম) আন্তর্জাতিক ও (২৪ তম) জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
তেরখাদা এন ডি ডি ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে শনিবার (০৩ ডিসেম্বর) সকাল দশটায় তেরখাদা হাতিশুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে রেলি শেষে এর সভা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা আক্তারের সভাপতিত্বে সহকারী শিক্ষক রাজিব হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলামিন হোসেন সহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।