তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৬-অক্টোবর) সকাল এগারোটার সময় উপজেলা চত্বরের রেলি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন,সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ,সি এ মোঃ রিয়াজুল ইসলাম,আজিজুর রহমান রুবেল, মোঃ মুসা শরীফসহ উপজেলার সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সচিববৃন্দ।
উল্লেখ্য এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহ সকল প্রকার কাঙ্ক্ষিত সেবা পেতে জনসাধারণের যেন ভোগান্তি ও হয়রানির শিকার না হয় সেদিকে ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে আরো বেশি আন্তরিক হতে আহŸবান জানান।