তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সফলের লক্ষ্যে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে শনিবার (২৩ জুলাই) সকাল এগারোটায় উপজেলা অফিসার্স ক্লাবের সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল স্বাগত বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা প্রেসক্লাব ও মানবাধিকার কমিশনের সভাপতি লিয়াকত আলী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত, সাধারণ সম্পাদক এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স, মোল্লা শাহাবুদ্দিন বদির, শাহিদুল মোল্লা, হামিম বিল্লাহ, সেলিম আহমেদ, রনি মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।