তেরখাদা প্রতিনিধি:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদদের স্মরণে যথাযত মর্যাদায় তেরখাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৩ আগস্ট) বিকাল তিনটায় উপজেলা পরিষদের হলরুমে উক্ত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন,সিনিয়র মৎস কর্মকর্তা দীপঙ্কর পাল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ,এলজিইডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান,প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা মোঃ সোহেল রানা,একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিংকন, সিএ মোঃ রিয়াজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।