তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় “দুর্ঘটনা দুর্যোগ করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে(১৫-১৭) নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্টেশন তেরখাদার আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল দশটার সময় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, থানা পরিদর্শক তদন্ত দেবাশীষ দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য সামাজিক ও ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।