UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় সমাজসেবক এনায়েত ফেরদৌসের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড

koushikkln
অক্টোবর ৭, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ইছামতি এলাকার বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা সাংবাদিক এনায়েত ফেরদৌস তেরখাদার বিভিন্ন মসজিদ,মন্দির,নৌকা বাইচ ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড অংশগ্রহণ এবং আর্থিক অনুদান প্রদান করেছেন। শেখ আব্দুর রাজ্জাক রাজা স্মৃতি যুব সংঘ কর্তৃক আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গত বৃহস্পতিবার(৬ অক্টোবর) হাড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খেলা উপভোগ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, প্রেসক্লাব তেরখাদা শাখার সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক শেখ শফিউল আজম স্বপন, প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন,সমাজসেবক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মিকাইল বিশ্বাস, এসকেন্দার লস্কর,ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শেখ সন্ধান হাসান রাব্বি, সাংবাদিক এনায়েত হোসেন,আহমেদ আলী শেখ, ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে এর আগে তিনি উপজেলার শেখপুরা যুব সংঘ কর্তৃক আয়োজিত নৌকা বাইচ উপভোগ, আনন্দনগর মসজিদ ও তেরখাদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন।  খেলা পরিচালনা করেন শেখ সোহেল হাসান জুয়েল।