তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলায় কৃষি কার্যক্রম সুষ্ঠুভাবে কৃষকগণ যেন পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর বারোটার সময় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, এলজিইডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, সাধারণ কৃষক, কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।