তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুমিরডাঙ্গা এলাকায় মিনি বেগম (গ্রাহক) এর কন্যা ফাতেমা আক্তার শিক্ষা বিমার নমিনি পানিতে ডুবে মারা যাওয়ায় বিমা দাবির চেক হস্তান্তর হয়েছে। সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর আয়োজনে মঙ্গলবার(০৮নভেম্বর) বিকাল ৪টার সময় কুমিরডাঙ্গা স্কুল মাঠ প্রাঙ্গনে এ চেক হস্তান্তর করা হয়।
ছাগলাদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল শুকুর শেখের সভাপতিত্বে সোনালী লাইফ ইন্সুরেন্স ফিনান্সিয়াল ইমাতাস মিন রুনা এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মোঃ দেলোয়ার হোসেন,বিপ্লব কাজীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, এ সময় মাত্র ১২ হাজার টাকা প্রিমিয়াম জমা দেওয়ায় পানিতে পড়ে নমিনি মারা যাওয়ার মাত্র ছয় দিনের মধ্যে এক লাখ আশি হাজার টাকা বীমা দাবি পরিশোধ করা হয়। এ সময় পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করেন সোনালী লাইফ ইন্সুরেন্স ফিনান্সিয়াল মোঃ ওবায়দুল্লাহ।