ঊষার আলো ডেস্ক :করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন মানুষ যাতে খাদ্য কষ্টে না ভোগে সে জন্য খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী তার নির্বাচনীয় এলাকা তেরখাদা, রূপসা ও দিঘলিয়ায় ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় সোমবার (১২ জুলাই) তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, তেরখাদা, রূপসা ও দিঘলিয়ায় গরিব দুঃখী মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে, ততদিন আমি তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাব।
ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম দীন ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, থানার ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন, ছাগলাদাহ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহমেদ, আ’লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, সাংবাদিক রাসেল আহমেদ, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, যুবলীগ নেতা এস এম বায়জিদ ইসলাম, স্বেচ্চাসেবক লীগ নেতা মঈন উদ্দিন শেখ, এমপির প্রতিনিধি দ্বয় মোঃ বাদশা মল্লিক, মোল্যা ওয়াহিদুজ্জামান ফরিদ, আরিফ হাসান, শেখ মোঃ আনিসুল হক, মোঃ জাহিদুল মৃধা, মোঃ বাদশা মীর, খান ফরাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, শেখ মোঃ আনারুল ইসলাম প্রমুখ।